সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক আজ

Spread the love

নিউজ ডেস্ক, জনতারকথা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ জুন) নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সিইসির একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার বেলা ১১টায় জামায়াতের একটি প্রতিনিধি দলকে বৈঠকের জন্য সময় দিয়েছেন সিইসি।’

এ বিষয়ে ইসির এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সনদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

এদিকে মঙ্গলবার (২৪ জুন) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ প্রতীকে অংশ নিতে আর কোনো বাধা নেই দলটির।

উল্লেখ্য, ২০০৮ সালে জামায়াতকে ১৪ নম্বর দল হিসেবে নিবন্ধন দিলেও ২০১৩ সালে আদালতের দেওয়া রায়ের প্রেক্ষিতে সেই নিবন্ধন বাতিল করে ইসি। তারপর ২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশের প্রেক্ষিতে দলটির দাঁড়িপাল্লা প্রতীক বাতিল করে নির্বাচন কমিশন


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *