
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নীলফামারী।
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৫ জুন) পলাশবাড়ির জ্ঞানদাশ কানইকাটা তেঁতুলতলা রেল ঘুমটিতে অরক্ষিত রেলক্রসিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী সদরের আরাজি দলুয়া চওড়া বড়গাছা গ্ৰামের সন্তোষ (৪৮) পিতা. শ্রী কাল্টু, শ্রী ভবেশ (২৮) পিতা- শ্রী শেলটু ।
পুলিশ ও স্থানীয়রা বার্তা ২৪.কমকে জানান, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি হয়ে ঢাকা যাচ্ছিল। ঘটনাস্থলে রেলক্রসিংয়ে কোনো গেইট না থাকায় মোটরসাইকেল আরোহী দুজন অসতর্কতাবশত রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে ।
বিষয়টি বার্তা ২৪.কমকে নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।
তিনি বলেন, নীলফামারী থানাধীন পলাশবাড়ী ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা তেতুলতলা নামক স্থানের রেল ক্রসিংয়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।