গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দাবি ফিলিস্তিনের

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

অবশেষে ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে অস্থিরতা থেমেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানিয়েছে ফিলিস্তিন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে দেওয়া বিবৃবিতে ওই দাবি করা হয়েছে। এএফপি ও বাসস এ তথ্য দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা স্বাগত জানাই। একইসঙ্গে আমরা জোরালোভাবে দাবি জানাই, এই উদ্যোগ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি বাস্তবায়নের মাধ্যমে সম্পূর্ণ হোক।’

২০২৩ সাল থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। চলতি বছর গাজায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। এরইমধ্যে গাজায় ইসরায়েলের অবরোধে ত্রাণবাহী যানবাহন প্রবেশ করতে পারেনি। ফলে ওই এলাকার মানুষ খাবার ও ওষুধ নিয়ে চরম সংকটে দিন কাটাচ্ছে। তিন বছরে ইসরায়েলের হামলায় ৫০ হাজারেরও বেশি নিহত হয়েছে। চরম অনাহারে দিন কাটাচে্‌ছ বহু শিশু।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *