
চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের হাটহাজারীর আমান বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জামায়াতে ইসলামীর ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন সভাপতি জি এম ইলিয়াস চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে সন্ধ্যায় দুর্ঘটনায় আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত জি এম ইলিয়াস ফটিকছড়ির পাইন্দং বেড়াজালী এলাকার বাসিন্দা হলেও পরিবার নিয়ে চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় বসবাস করতেন।
তার মৃত্যুর বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ইসমাঈল গণি। তিনি বলেন, সাংগঠনিক কাজে ইলিয়াস ফটিকছড়ি গিয়েছিলেন। কাজ শেষে নিজে মোটরসাইকেল চালিয়ে শহরে ফেরার পথে হাটহাজারীর আমান বাজার এলাকায় একটি সিএনজি ওভারটেক করতে গিয়ে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে রাতে চমেক হাসপাতালে মারা যান।
তিনি আরও জানান, চট্টগ্রাম প্যারেড মাঠে বাদে জোহর অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিজ গ্রামের বাড়ি ফটিকছড়ির বেড়াজালিতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই আসরের পর শেষ জানাজা ও দাফন সম্পন্ন হবে।
এডভোকেট ইসমাঈল গণি বলেন, আমরা তার জান্নাতুল ফেরদৌস কামনা করছি।