এনবিআরে চলছে ‘কমপ্লিট শাটডাউন’

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণসহ বেশ কিছু দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (২৮ জুন) সকাল থেকে আগারগাঁও এর প্রধান কার্যালয়ে চলছে এ কর্মসূচি।

পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচিও চলমান থাকার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এদিকে কার্যালয়ে আইডি কার্ড দেখানোর পর কর্মচারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে আন্দোলনকারীদের কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে, শুক্রবার এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সব দফতর-সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে কিংবা দেরিতে উপস্থিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে, মাঠ পর্যায়ের দফতরে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এমন বাস্তবতায় শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ পাল্টা এক বিবৃতিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেয়। কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলেও জানানো হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *