কুষ্টিয়ায় দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

Spread the love

স্টাফ রিপোর্টার |

কুষ্টিয়ার দৌলতপুরে রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় মোহন (২৫) নামে একজন নিহত ও হৃদয় (২৪) নামে আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) রাতে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মোহন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত মদনের ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মসুর ছেলে।

স্থানীয়দের থেকে জানা গেছে, রাতে হৃদয়, মোহন ও জনি মোটরসাইকেলে রামকৃষ্ণপুর থেকে নিজ গ্রাম জামালপুরে ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ তাদের ওপর হামলায় চালায়। এসময় তাদের রাম দা ও ধারালো অস্ত্রের আঘাতে মোহন ও হৃদয় আহত হলে জনি পালিয়ে যেতে সমর্থ হয়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় মোহনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মোহন মারা যায়।

মাদক চোরাচালান সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে হামলার এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।

দৌলতপুর থানার (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ‘‘মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধ ও দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। হামলায় রাম দা’র আঘাতে মোহন নামে একজন নিহত হয়েছে।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *