
জামালপুর প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে গোসল করতে নেমে মো. আব্দুল্লাহ (১০) নামে এক হাফিজিয়া মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
রোববার (২৯ জুন) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালায়। চার ঘণ্টা তল্লাশি চালিয়েও তারা আব্দুল্লাহকে উদ্ধার করতে পারেনি।
এর আগে গতকাল শনিবার (২৮ জুন) বিকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ এলাকায় গোসলে নেমে নিখোঁজ হয় ওই শিশু।
নিখোঁজ আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকার জামরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার জব্বারগঞ্জ এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায় আব্দুল্লাহ। বিকেলে খালার বাড়ির পাশে দশানী নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে পানিতে তলিয়ে যায় সে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
প্রথমে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়, তবে ব্যর্থ হয়।
পরদিন রোববার (২৯ জুন) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালায়। চার ঘণ্টা তল্লাশি চালিয়েও তারা আব্দুল্লাহকে উদ্ধার করতে পারেনি।
জামালপুর ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান বলেন, “আমরা সকাল থেকে টানা ৪ ঘণ্টা অভিযান চালিয়েছি। কিন্তু শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।