
মিরপুর, কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার মিরপুরে উপজেলা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বিজিবি পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুর ১২ টা সময় ধুবইল ইউনিয়নে গোবিন্দ গনিয়া থেকে ৩০০ কেজি নতুন কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে দেয়া হয়।
অবৈধভাবে কারেন্ট জাল বিক্রিরোধে অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। এসময় অভিযানে অংশগ্রহণ করেন স্থানীয় বিজিবি সরকারি পরিচালক উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার জামশেদ আলী, মা মাছ ও পোনা মাছ রক্ষায় অবৈধভাবে মাছ শিকাররোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী কর্মকর্তা।