যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে তুরস্কের বৈঠক

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে আলোচনা করেছে তুরস্ক। দেশটির গোয়েন্দা সংস্থার সাথে হামাসের জ্যেষ্ঠ নেতারা বৈঠক করেছেন বলে জানা যায়।

হামাসের সঙ্গে কথা বলেছেন তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এ তথ্য দিয়েছে এএফপি ও বাসস।

তুরস্কের গোয়েন্দা সংস্থার সাথে বৈঠকে হামাসের নেতৃত্ব দেন এর রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারউইশ। তবে বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে তা জানা যায়নি। বৈঠকে গাজার মানবিক বিপর্যয়, যুদ্ধ থামানোর প্রচেষ্টা এবং দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে হামাস। এরপরই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। যা এখনও চলছে। হামাসের হামলায় ইসরায়েলের ১ হাজার ২১৯ জন নিহত হন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

ইসরাইলের পাল্টা সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজার ৫৬ হাজারেরও বেশি বাসিন্দা নিহত হয়েছেন। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় প্রবেশ করতে পারছেনা ত্রাণ। দুই মাসেরও বেশি সময় ধরে অবরোধ জারি রেখেছে ইসরায়েল। যার কারণে অভুক্ত ও অনাহারে ভুগছে ওই উপত্যকার মানুষ। বিশেষ করে শিশুরা আছে প্রবল ঝুঁকিতে। এরইমধ্যে দেখা দিয়েছে দুর্ভিক্ষের আশঙ্কা।

ত্রাণ দেওয়ার জন্য গাজায় প্রবেশ করতে পেরেছে ইসরায়েল সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)। যার কার্যক্রমের সমালোচনা করেছে জাতিসংঘ। এরইমধ্যে বিতর্কের মুখে পড়েছে ওই সংস্থা। এদিকে জিএইচএফের ত্রাণ নিতে গেলে গুলি ও হামলায় নিহত হচ্ছে গাজার বাসিন্দারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *