ভারতে ঔষধ কারখানায় বিস্ফোরণ, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক।

ভারতের তেলেঙ্গনায় একটি ঔষধ কারখানায় বিস্ফোরণে ১২ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে ওই ঘটনা ঘটার পরই বিস্ফোরণের কারণ অনুসন্ধানে গঠন করা হয় কমিটি। তবে এখন পর্যন্ত এর কারণ খুঁজে পাননি বিশেষজ্ঞরা।

এদিকে ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদি মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তেলেঙ্গনার সাঙ্গারেড্ডি জেলায় অবস্থিত কারখানাটি সিগাচি ফার্মা নামে একটি ঔষধ কোম্পানির। ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ একেবারেই পুড়ে গেছে। পরিচয় জানার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

জানা যায়, কারখানায় প্রায় দেড়শ জনের মত কর্মী কাজ করছিলেন। হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে উড়ে যায় কারখানার ছাদ। কর্মীদের দেহ বিস্ফোরণস্থল থেকে ১০০ মিটার দূরে ছিটকে পড়ে।

ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনার পরই এর কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়। বিশেষজ্ঞদের ধারণা, রাসায়নিক পদার্থের কারণে বিস্ফোরণ ঘটতে পারে। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার রাত পর্যন্ত তাঁরা নিতে পারেননি। বিষয়টি নিয়ে কাজ করছে কমিটি।

এএফপি ও বাসস জানিয়েছে, ভারতে এ ধরনের শিল্প দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশেষজ্ঞরা এসব ঘটনার জন্য নিম্নমানের পরিকল্পনা এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে না মানার প্রবণতাকে দায়ী করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *