ভারতে আটক ১৫ বাংলাদেশিকে ঝিনাইদহ সীমান্ত দিয়ে ফেরত পাঠাল বিএসএফ

Spread the love

ঝিনাইদাহ, করেসপন্ডেন্ট।

ভারতে অবস্থানরত নারী শিশুসহ ১৫ বাংলাদেশিকে আটকের পরে ঝিনাইদহ সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৪ জন নারী ও ৫ জন শিশু।

মঙ্গলবার (১ জুলাই) রাতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, অবৈধভাবে ভারতে বসবাসরত ১৫ জন মঙ্গলবার দুপুর ১টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের কুমারীপাড়া ক্যাম্পের টহল টিমের হাতে আটক হয়। পরে বিএসএফ মহেশপুর ৫৮ বিজিবিকে আটক বাংলাদেশিদের ফেরত নিতে অনুরোধ করে যোগাযোগ চালায়। যাচাই-বাছাই শেষে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন খোসালপুর বিওপি এলাকার ৬০/৮৭ সীমান্ত পিলার সংলগ্ন শূন্য লাইনে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশিদের ফেরত নেয় বিজিবি। পরে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পুরুষ রয়েছেন ৬ জন। মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *