ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ২২ ঘণ্টা পর ২ শিশুর মরদেহ উদ্ধার

Spread the love

ময়মনসিংহ, করেসপন্ডেন্ট।

ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ২২ ঘণ্টা পর নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা। এর আগে একশিশুর মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (২ জুলাই) সকাল ৭টার সময় ময়মনসিংহের পাগলা থানার ১৫ নম্বর টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

দুই শিশু হলো- চরআলগী গ্রামের হাবিব মিয়ার ছেলে আবির (৭) ও মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)।

স্থানীয়রা জানান, সকালে ৯ শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়।

চরআলগী গ্রামের বাসিন্দা ফিরোজ আশরাফ শান্ত বলেন, দীর্ঘদিন ধরে এ চর অঞ্চলের মানুষ একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে। কিন্তু সেই দাবি এখনো বাস্তবায়ন হয়নি। প্রতিবছরই নৌকাডুবির ঘটনা ঘটছে।

চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে নিহতের স্বজনরা নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ আবির (৭) ও জুবায়েদকে (৬) খুঁজতে বের হন। একপর্যায়ে টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে দুজনের মরদেহ ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পাগলা থানার দত্তের বাজার এলাকায় মাদ্রাসায় যাওয়ার পথে ৯ শিক্ষার্থী নিয়ে নৌকা ডুবে যায়। এ সময় তিনজন নিখোঁজ হয়। পরে শাপলা আক্তারের (১৪) মরদেহ উদ্ধার হলেও দুজন নিখোঁজ ছিল।

তিন শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *