পটিয়ায় বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, থানাব্লকেড’ কর্মসূচি ঘোষণা

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম।

চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টার দিকে থানা চত্বরে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২ জুলাই) সকাল ১০টায় পটিয়া থানার সামনে অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি ‘পটিয়া ব্লকেড’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ‘ছাত্রলীগ নেতা’ উল্লেখ করে এক যুবককে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তাকে মারধর করতে করতে পটিয়া থানায় নিয়ে যান তারা এবং পুলিশকে গ্রেফতারের আহ্বান জানান।

তবে পুলিশের দাবি, ওই যুবকের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি। বরং থানার ভেতরে তাকে মারধর করা হচ্ছিল বলে অভিযোগ পুলিশের।

পটিয়া থানার ওসি আবু জাহেদ মো. নাজমুন নূর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা থানার ভেতরে হইচই করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। তারা পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান ওসি।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী অভিযোগ করেন, আমাদের নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিপেটা চালিয়েছে। কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার প্রতিবাদে ও ওসি’র প্রত্যাহারের দাবিতে বুধবার ‘পটিয়া ব্লকেড’ কর্মসূচি পালন করছে সংগঠনটি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *