এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককেটল বিস্ফোরণ

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এবার একজন আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২ জুলাই) রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর কেন্দ্রীয় সংগঠক রাইয়ান ফেরদৌস।

রাইয়ান ফেরদৌস তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ককটেল নিক্ষেপ পরবর্তী সময়ের ভিডিও চিত্র সহকারে জানায়, এনসিপির দেশব্যাপী পদযাত্রা উপলক্ষে একটি গাড়ি প্রস্তুত করা হয়েছিলো। তা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, আজকে দ্বিতীয়বারের মতো এনসিপি অফিসের সামনে ককটেল সদৃশ বোমা নিক্ষেপ করা হয়েছে। এবারের লক্ষ্য ছিল ঢাকা মহানগর দক্ষিণ, এনসিপি’র জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে। এতে এখন পর্যন্ত একজন আহত হয়েছেন। গতবার ককটেল হামলার পর আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছিলাম। মামলা দায়ের করেছি। কিন্তু এখনও তারা অপরাধী শণাক্ত করতে পারে নি। আজকে আবার হয়েছে ককটেল হামলা!

তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে আরও বলেন, ‘ম্যাজিস্ট্রেসির দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কেবল ছাত্র পিটায়ে এবং ছাত্রদের প্রতিরোধকে ‘মব’ অ্যাখ্যা দিয়েই কি তবে নিজেদের কর্তব্য পালন করবে?’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *