কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

কর্মী ছাঁটাই করছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। মোট কর্মীর প্রায় চার শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। জানা যায়, এই দফায় প্রায় ৯ হাজার কর্মী চাকরি হারাতে পারেন।

বুধবার (২ জুলাই) এক বিবৃতিতে মাইক্রোসফট এ কথা জানিয়েছে। ওই বিবৃতির বরাত দিয়ে এএফপি ও বাসস জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটি মধ্যপর্যায়ের ব্যবস্থাপনা স্তর কমিয়ে আনতে এবং নতুন প্রযুক্তির সুযোগ কাজে লাগাতে চাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ‘বাজারের পরিবর্তনশীল পরিস্থিতিতে সাফল্যের জন্য কোম্পানি ও বিভিন্ন টিমকে সর্বোচ্চ প্রস্তুত রাখতে আমরা প্রয়োজনীয় সাংগঠনিক পরিবর্তন চালিয়ে যাচ্ছি।’

২০২৪ সালের জুন মাস পর্যন্ত মাইক্রোসফটের বৈশ্বিক কর্মীসংখ্যা ছিল ২ লাখ ২৮ হাজার। ওই হিসেবে প্রায় ৯ হাজার কর্মী এই ছাঁটাইয়ের শিকার হতে পারেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সবচেয়ে ভালো সময়েও আমরা আমাদের ব্যবসার কৌশলগত প্রয়োজন অনুযায়ী কর্মীবিন্যাসে পরিবর্তন এনেছি।’

গত মে মাসেও প্রতিষ্ঠানটি প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি।

চলতি বছর মাইক্রোসফট প্রতিষ্ঠার ৫০ বছর উদ্‌যাপন করছে। ২০২২ সালে চ্যাটজিপিটির আত্মপ্রকাশের পর যখন প্রযুক্তি শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় ওঠে, তখন মাইক্রোসফটই প্রথম বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) সর্বোচ্চ বিনিয়োগ করে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *