সাতক্ষীরায় পিকআপ চাপায় ভ্যান চালক নিহত

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট।

সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় সুলতান আলী(৫৬) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে উদয় ঢালী (৩৮) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী।

শুক্রবার (৪ জুলাই) ব্রহ্মরাজপুরের হেলালের ভাটার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালক আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর পুত্র এবং আহত উদয় ঢালী আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের নিতাই ঢালীর পুত্র।

দুর্ঘটনায় আহত উদয় ঢালীজানান, আজ শুক্রবার সকাল আটটার দিকে কচুয়া চেয়ারম্যানের মোড় থেকে ভ্যানযোগে তিনি সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এর মাঝে ব্রহ্মরাজপুরের হেলালের ভাটার মোড়ের কাছে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপ তাদের চাপায় দিয়ে যায় ফলে তিনি ভ্যান থেকে রাস্তায় ছটকে পড়েন। ওই অবস্থায় ঘাতক পিকআপ ভ্যানটি বয়বৃদ্ধ ভ্যানচালককে ফের চাকায় পিষ্ট করে দিয়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক মৃত্যুবরণ করেন। গুরুতর আহত হয়ে পড়ে থাকলে স্থানীয়রা উদ্ধার করে একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন।

স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর এস আই মনিরুজ্জামান বলেন, আমরা ঘটনায়স্থল থেকে লাশ উদ্ধার করেছি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ওয়্যার হাউস ইন্সপেক্টর নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আহত ও নিহতদের উদ্ধার কাজ সম্পন্ন করা হয়।

সদর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর এস আই রেলয়েত হোসেন জানান, দুর্ঘটনায় সম্পৃক্ত পিকআপ ভ্যানটি আটক করা গিয়েছে তবে ঘাতক ড্রাইভারকে আটক করা যায়নি। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *