
পঞ্চগড়, করেসপন্ডেন্ট।
আসন্ন নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়ন এবং জনগণের মৌলিক সংস্কারের বিচার চেয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জুলাই পদযাত্রার তৃতীয় দিনে পঞ্চগড়ে জনসভা অনুষ্ঠিত হয়েছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী নির্বাচনে জনগনকে সাথে থাকার আহ্বান জানান।
সভায় নাহিদ ইসলাম বলেন, “আমরা আগামী নির্বাচনের আগেই নতুন সংবিধান, জুলাই গণঅভ্যুত্থানের বিচার এবং মৌলিক সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করব। জনগনকে এনসিপির সাথে থেকে সমর্থন দেওয়ার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ, আমরা একসাথে স্বাধীনতা রক্ষা করব।”
ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, “সীমান্তে পুশইন বন্ধ করুন এবং শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। আমরা তার বিচার করব। গত পঞ্চাশ বছরেও কোনো সরকার সীমান্তে হত্যা বন্ধ করতে পারেনি।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। কোনোভাবেই এই পুশইন মেনে নেওয়া হবে না। দিনশেষে আমরা বাংলাদেশীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আছি।”
নাহিদ আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু হওয়া ছাত্র জনতার যে জোয়ার শুরু হয়েছে, সেই জোয়ার তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ভাসিয়ে দিবে।”
এর আগে নীলফামারীতে পদযাত্রা শেষে দুপুরে দেবীগঞ্জ উপজেলায় এনসিপির অফিস পরিদর্শন ও পথসভা করে বোদা উপজেলা হয়ে গাড়িবহরসহ পঞ্চগড়ে প্রবেশ করেন নাহিদ ইসলাম। বিকেলে পঞ্চগড় স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।
চৌরঙ্গী মোড়ে পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক হান্নান মাসুদ এবং যুগ্ম মুখ্য সংগঠক আতিক মোজাহিদ।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “ভোট দেওয়ার আগে চিন্তা করবেন কারা জনগণের জন্য কাজ করতে পারবে। কোনো মার্কা দেখে ভোট দেবেন না। খুনি হাসিনা ফেরাউনের মতো অত্যাচারী ছিলেন, আমরা তার পতন ঘটিয়েছি। আগামিতে ফেরাউনের মতো কোনো অত্যাচারী শাসক যাতে না আসতে পারে।”