
ভোলা, করেসপন্ডেন্ট।
ভোলার কালীনাথ রায়ের বাজার এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৭ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল, নিষিদ্ধ পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ জুলাই বিকেল ৫টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এস.এ. পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন, ৫ হাজার ৮৮৯টি আতশবাজি এবং ১৯ হাজার ৬০০ শলাকা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৭ কোটি ৮ লাখ ২ হাজার ৩৬০ টাকা।
পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদফতর ভোলা, বিদেশি সিগারেট বরিশাল কাস্টমস এবং আতশবাজি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড নিয়মিত টহল পরিচালনা করছে। চোরাচালান ও অবৈধ পণ্য প্রবাহ রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।