
নিউজ ডেস্ক, জনতারকথা, ঢাকা।
মুন্সিগঞ্জের শ্রীনগরে গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৯টি দোকান।
শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসসংলগ্ন বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ও পাশের সিরাজদিখান থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে এবং ভোর ৪টার দিকে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও বলেন, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল দলিল লেখার দোকান, মুদি দোকান, টি-স্টল, হোটেল, ভ্যারাইটিজ স্টোর ও ফটোকপির দোকান। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিনিয়োগ ও জীবিকা ধ্বংস হয়ে গেছে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।