
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝালকাঠি।
ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় জেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম ব্রিজ সংলগ্ন জাহাঙ্গীর স্টোর নামক দোকান থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ তারিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই স্থানে একজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর বিকাল ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ রাসেল তালুকদার (৩২)। তিনি ঝালকাঠির নবগ্রাম এলাকার বীরসেনা গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ জাহাঙ্গীর তালুকদার এবং মাতা রুবিনা বেগম।
অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার পরনে থাকা লুঙ্গির কোচ থেকে নিজ হাতে সাদা পলিথিনে মোড়ানো ১১ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট বের করে দেন রাসেল। তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয় এবং তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ।
প্রসঙ্গত, মাদকবিরোধী এ ধরনের অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে বলে জানান স্থানীয়রা।