
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম।
চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনকে সংগঠন থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
শনিবার (৫ জুলাই) রাতে পাঠানো ওই শোকজ নোটিশে বলা হয়, নিজাম উদ্দিন সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত, এমন অভিযোগ উঠেছে। কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে তাঁকে তিন কর্মদিবস সময় দেওয়া হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রশিদুল ইসলাম রিফাত ও সাধারণ সম্পাদক হাসান ইনামের পক্ষে সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত এ নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার বরাবর নিজাম উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন রিয়াজুল জান্নাত নামের এক নারী। শনিবার সকালে জমা দেওয়া ওই চিঠিতে তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী নওশেদ জামালের কাছ থেকে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন নিজাম উদ্দিন। দাবি পূরণ না করায় তাঁর স্বামীকে ‘মিথ্যা মামলায়’ ফাঁসানো হয় এবং পরে কোতোয়ালি থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে।
রিয়াজুল জান্নাত চট্টগ্রাম নগরের বাগমনিরাম দক্ষিণ এলাকার বাসিন্দা। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে নিজাম উদ্দিন ‘বৈছাআ নেতা’ পরিচয় ব্যবহার করে তাঁর স্বামীকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। অভিযোগের বিষয়ে সিএমপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। জনমনে নেতিবাচক প্রতিক্রিয়াও দেখা দেয়।
এ বিষয়ে বার্তা২৪.কমের সঙ্গে কথা বলেন নিজাম উদ্দিন। তিনি বলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির পাঠানো কারণ দর্শানোর নোটিশ আমি পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেব। আর যে মহিলা আমার বিরুদ্ধে কমিশনারকে অভিযোগ দিয়েছেন তাকে আমি জীবনেও দেখিনি। তার সাথে আমার কখনো কথাও হয়নি।