
মোরেলগঞ্জ (বাগেরহাট),করেসপন্ডেন্ট।
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় সঞ্জয় কর্মকার (৩৮) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৬ জুলাই) বানিয়াখালী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সঞ্জয় কর্মকার স্থানীয় নারায়ন কর্মকারের ছেলে। তিনি পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, সঞ্জয় শনিবার থেকে নিখোঁজ ছিলেন।
সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তালেবুল্লা শিকদার জানান, তারা মরদেহ উদ্ধার করেছেন।
নিহতের ভাই নরেশ কর্মকার অভিযোগ করেন, সঞ্জয় তার স্ত্রীর সঙ্গে বিরোধ ও শ্বশুরবাড়ির লোকজনের ক্রমাগত মানসিক চাপে ভুগছিলেন। এর জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।