বাংলা একাডেমি সংস্কারে ১৯ সদস্যের কমিটি গঠন

Spread the love

নিউজ ডেস্ক, জনতারকথা, ঢাকা।

বাংলা একাডেমির কার্যক্রমে গুণগত পরিবর্তন ও সংস্কারে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন মাসের মধ্যে সব কার্যক্রম শেষ করে সুপারিশ দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লেখক, গবেষক ও অনুবাদক ফয়জুল লতিফ চৌধুরীকে সভাপতি এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজমকে সদস্য সচিব করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলা একাডেমির কার্যক্রমে সময়োপযোগী গুণগত পরিবর্তন ও সংস্কারের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, কবি ও প্রাবন্ধিক আবদুল হাই শিকদার, লেখক ও গবেষক সলিমুল্লাহ খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টর্সের অধ্যাপক সুমন রহমান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, কবি ব্রাত্য রাইসু, কবি মোহাম্মদ রোমেল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ।

আরও সদস্য রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, অধ্যাপক আ আল মামুন, কবি সাখাওয়াত টিপু, লেখক রিফাত হাসান, কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ, কবি কাজী জেসিন, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, লেখক ও অনুবাদক জাভেদ হুসেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) গবেষণা বিশেষজ্ঞ সহুল আহমদ মুন্না।

কমিটি বাংলা একাডেমির আইন, প্রবিধানমালা, কাঠামো, কার্যক্রম পর্যালোচনা করে এর সার্বিক উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুপারিশ প্রদান করবেন। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। বাংলা একাডেমির মহাপরিচালক এ কমিটিকে সব ধরনের সাচিবিক সহায়তা দেবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *