আসামির কাঠগড়ায় কাঁদলেন পলক

Spread the love

স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা।

রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।

বুধবার (৯ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এ আবেদন মঞ্জুর করেন।

সোয়া ১০ টার দিকে আদালতের হাজতখানা থেকে তাকে এজলাসে তোলা হয়। এসময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক। পরে তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় কাঁদতে দেখা গেছে। এসময় তার চোখ দিয়ে অঝোরে পানি পড়তে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, আদালতে এসে তিনি খবর পান যে, তার নিকট আত্মীয় মারা গেছেন। এজন্য তিনি শোকাহত হন।

গত বছরের ১৫ আগস্ট সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে অসংখ্য হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *