লালমনিরহাটের হাতীবান্ধায় দুই ভুয়া মেজর আটক

Spread the love

লালমনিরহাট, করেসপন্ডেন্ট।

লালমনিরহাটের হাতীবান্ধায় ভুয়া মেজর পরিচয় দিয়ে জমি দখলের নামে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার বড়খাতা ফেডারেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার মৃত জয়নাল আবেদীনের ছেলে মাসুম হোসেন (৪২) ও রংপুর হাজীরহাট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে সাজু আহমেদ (৪৫)।

জানা গেছে, ওই এলাকার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের জন্য এক প্রতিবেশী তাকে সেনাবাহিনীর মাধ্যমে জমি উদ্ধারের প্রতিশ্রুতি দেন। পরে প্রতিবেশীর মাধ্যমে সাজু আহমেদ ও মাসুম নামে দুই ভুয়া মেজরের সঙ্গে রফিকুল ইসলামের পরিচয় হয়। ৫০ হাজার টাকার বিনিময়ে রফিকুল ইসলামের জমি উদ্ধারের প্রতিশ্রুতি দেয় ওই দুই ভুয়া মেজর।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, আটকরা নিজেদের মেজর পরিচয় দিলেও তারা কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেনি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা প্রক্রিয়াধীন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *