ইসরায়েলের হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় একদিনে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ইসরায়েলের লাগাতার হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৫৭ হাজার ৬০০ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৭ হাজার ৫৭৫ জনে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মরদেহ বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পৌঁছেছে এবং আহত হয়েছেন আরও ২৬২ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া এই যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৮৭৯ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, কিন্তু নিরাপত্তাজনিত কারণে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

এছাড়া, শুধুমাত্র মানবিক সহায়তা নেওয়ার সময় গত ২৪ ঘণ্টায় ৮ জন নিহত এবং ৭৪ জনের বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে মোট ৭৬৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৫ হাজার ৪৪ জনের বেশি।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় হামলা আবার শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ৭ হাজার ১৩ জন নিহত এবং ২৪ হাজার ৮৩৮ জন আহত হয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *