গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান ম্যাক্রোঁর

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থানরত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্রিটিশ পার্লামেন্টের দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানান।

আজ বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ম্যাক্রোঁ বলেন, ‘গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পশ্চিম তীরে প্রতিদিন হামলা চলছে। এই প্রেক্ষাপটে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা যতটা হুমকির মুখে পড়েছে, অতীতে কখনো তা হয়নি।’

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে দুটি রাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াই হচ্ছে একমাত্র পথ—যার মাধ্যমে গোটা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।’

এসময় ম্যাক্রোঁ যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান, ফ্রান্সের সঙ্গে মিলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় এগিয়ে আসতে, এটিই ‘শান্তির একমাত্র পথ’ বলে মন্তব্য করেন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *