ফের চুক্তিতে পাকিস্তান-রাশিয়া

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

পাকিস্তান স্টিল মিল পুনরায় চালু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও রাশিয়া। এই চুক্তিকে দুই দেশের শিল্পখাতে সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিশেষ সহকারী হারুন আখতারের নেতৃত্বে পাকিস্তানের একটি প্রতিনিধি দল মস্কো সফরে গিয়ে চুক্তিটি চূড়ান্ত করেন। পরে পাকিস্তানের শিল্প ও উৎপাদন সচিব এবং রাশিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেন। খবর সামা টিভির।

চুক্তি অনুযায়ী, রাশিয়ার কারিগরি সহায়তায় পাকিস্তান স্টিল মিল আধুনিকীকরণ করা হবে এবং তা আবারও চালু করা হবে।

হারুন আখতার বলেন, ‘স্টিল মিল পুনরায় চালুর মাধ্যমে পাকিস্তানের শিল্প খাত নতুন করে গতি পাবে। এতে শুধু শিল্প উৎপাদনই বাড়বে না, দেশের বহু মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘এই উদ্যোগ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দেশকে শক্তিশালী শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করার ভিশনের অংশ। এই চুক্তি আমাদের শিল্প খাতের ভবিষ্যতের জন্য একটি বড় মাইলফলক।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *