কুষ্টিয়ায় অটোচালকের লাশ উদ্ধার : অটো ছিনতাই

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট।

কুষ্টিয়ার মোল্লাতেঘড়িয়া এলাকায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মোল্লাতেঘড়িয়া এলাকার কুষ্টিয়া হোমিও কলেজের পাশে গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা রফিকুল ইসলামকে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে রেখে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। নিহত রফিকুল ইসলাম কালিশংকরপুর এলাকার দবির উদ্দিনের ছেলে এবং সে আদর্শপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

নিহত রফিকুলের মা হালিমা খাতুন বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে আমার ছেলে রফিকুলের সাথে আমরা কোন যোগাযোগ করতে পারিনি, অনেক খোজাখুঁজির পর আজ সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেল। আমার ছেলেকে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে গেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, সকালে গাছের সাথে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটোচালক রফিকুলের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত চলছে, তদন্তের পরে বিস্তারিত জানাযাবে।
এদিকে এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *