ইসরায়েল গাজাকে শিশুদের কবরস্থান বানিয়েছে: ইউএনআরডব্লিউএ

Spread the love

আন্তর্জাতিক নিউজ ডেস্ক।

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকাকে ‘শিশুদের কবরস্থান ও ক্ষুধার্ত মানুষের বাসস্থান’ বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি।

শুক্রবার (১১ জুলাই) সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে বলেন এই মন্তব্য করেন তিনি। জাতিসংঘ জানাচ্ছে, মে মাস থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে প্রায় ৮০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

লাজারিনি বলেন, ‘আমাদের চোখের সামনেই গাজা শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে পরিণত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গাজার মানুষের পালানোর কোনো পথ নেই। তাদের সামনে দুটি মৃত্যুর পথ: না খেয়ে মারা যাওয়া অথবা গুলি খাওয়া।’

বৃহস্পতিবার (১০ জুলাই) দেইর আল-বালাহ শহরে পুষ্টিকর খাবারের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় ইসরায়েলি সেনাদের গুলিতে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন লাজারিনি। নিহতদের মধ্যে ৯ জন শিশু ও ৪ জন নারী ছিলেন।

ওই দিন গাজার অন্যান্য অংশেও সহিংসতা চলেছে। চিকিৎসা সূত্রে জানা গেছে, মোট ৪৫ জন নিহত হয়েছেন; যাদের মধ্যে ১১ জন নিহত হয়েছেন রাফায়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র জানান, মে মাস থেকে এ পর্যন্ত খাবারের জন্য অপেক্ষারত অবস্থায় ৮১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর আগে জাতিসংঘের মানবাধিকার দফতরের মুখপাত্র রবিনা শামদাসানি জানান, মে থেকে ৭ জুলাইয়ের মধ্যে সহায়তা ক্যাম্পের কাছে ৭৯৮ জন নিহত হওয়ার ঘটনা জাতিসংঘ নথিভুক্ত করেছে।

সূত্র: আল জাজিরা


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *