
আন্তর্জাতিক নিউজ ডেস্ক।
পশ্চিম তীরে এক মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। নিহত ব্যক্তির পরিবার এবং মানবাধিকার সংগঠনগুলো এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (১২ জুলাই) রামাল্লাহর উত্তরে সিনজিল শহরে সাইফুল্লাহ মুসাল্লেত নামে এক যুবককে (যার বয়স কুঁড়ির কোটায় ছিল) আক্রমণ করে হত্যা করে বসতি স্থাপনকারীরা।
মুসাল্লেত সাইফ আল-দিন মুসালাত নামেও পরিচিত, ফ্লোরিডায় নিজের বাড়ি থেকে ফিলিস্তিনে পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন তাঁর চাচাতো বোন ফাতমাহ মুহাম্মাদ।
আরেক ফিলিস্তিনি মোহাম্মদ শালাবিও ওই হামলার সময় বসতি স্থাপনকারীদের গুলিতে নিহত হন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মানবাধিকার কর্মীরা বারবার দলিলপত্রে উল্লেখ করেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নিয়মিতভাবে ফিলিস্তিনি পাড়া-মহল্লায় হামলা চালায়, বাড়িঘর ও যানবাহনে আগুন দেয়— এসব আক্রমণকে অনেক সময় “পোগ্রোম” বলা হয়।
এই হামলাগুলোর সময় ইসরায়েলি সেনাবাহিনী প্রায়ই বসতি স্থাপনকারীদের রক্ষা করে এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ দেখালেই গুলি চালায়।
জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখে থাকে এবং মনে করে এটি ফিলিস্তিনিদের উচ্ছেদ করার একটি বৃহৎ পরিকল্পনার অংশ।
ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো কিছু পশ্চিমা দেশ সহিংস বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলেও, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এসব হামলার সংখ্যা আরও বেড়েছে।
চলতি বছর শুরুতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর, তাঁর প্রশাসন আগের প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপিত বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
২০২২ সাল থেকে ইসরায়েলি বাহিনী অন্তত নয়জন মার্কিন নাগরিককে হত্যা করেছে, যার মধ্যে আল জাজিরার অভিজ্ঞ সাংবাদিক শিরিন আবু আকলেহ-ও রয়েছেন।
তবে এসব ঘটনার কোনোটিতেই কোনো অপরাধমূলক অভিযোগ আনা হয়নি।
সূত্র: আলজাজিরা