পৃথক সীমান্ত দিয়ে গুলি ছুড়ল বিএসএফ, ঝরল দুই বাংলাদেশির প্রাণ

Spread the love

নিউজ ডেস্ক, জনতারকথা।

বাংলাদেশ-ভারত সীমান্তে ফের রক্তপাতের ঘটনা ঘটেছে। দেশের দুই ভিন্ন সীমান্ত অঞ্চলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

এদের মধ্যে একজন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার এবং অপরজন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে আজ শনিবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে বিএসএফের গুলিতে নিহত হন মো. আসকর আলী (২৪)। তিনি হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার বাসিন্দা এবং মো. কানু আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিনাপুর বিওপির আওতাধীন মেইন পিলার ৩৫৩ থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে গুলির শব্দ শুনে স্থানীয়রা গিয়ে দেখতে পান, আসকর আলীর মরদেহ কাঁটাতারের কাছে পড়ে আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল। এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ জানান, ঘটনাটি ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে ঘটেছে এবং বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

অপর দিকে এ ঘটনার একদিন আগেই গতকাল শুক্রবার (১১ জুলাই) রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন শফিকুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানিয়েছেন, বিএসএফের ছোড়া গুলি শফিকুল ইসলামের বুক বরাবর লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *