টঙ্গীতে ২৮ ছিনতাইকারী গ্রেপ্তার

Spread the love

গাজীপুর, করেসপন্ডেন্ট।

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীসহ ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) বিকেলে পুলিশ এ তথ্য জানায়।

গ্রেপ্তাররা হলেন মাইন উদ্দিন সোহেল (৩৩), হিরা মিয়া (৩৮), শাহজাহান (২৫), আমিনুল ইসলাম (২৪), রাজু মিয়া (৩০), সোহাগ মিয়া (২৪), মিন্টু (২৯), মেহেদী হাসান হৃদয় (৩১), আনাস (৩০), লাভলু মিয়া (৪৮), আয়নাল (৩২), মাহবুব (২৭), চন্দন রায় (৩৮), মাইনুল ইসলাম (৫০), জহিরুল ইসলাম (৩০), রোমান (২৩), ফরহাদ (২০), মিজান (২০), মো. রাজিব (২৫), আলমগীর হোসেন (২৮), ফজলে রাব্বি (২৪), আজমল (২১), সামিদুল ইসলাম (২৪), রাজু আহমেদ (২৮), আবিদ ইসলাম (২৮), নুর হাসান আবির (২৮), হক মিয়া (২৬) ও জিসান (২০)।

পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানার গাজীপুরার ২৭নং রোডে মাসকো গার্মেন্টের সামনে একদল ছিনতাইকারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিনটি চাইনিজ চাকু, একটি চাপাতি ও একটি দা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে টঙ্গী ও তার আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় ছিনতাই করে আসছিল।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *