দেশ পুরোনো ব্যবস্থায় ফিরবে—এমন ভাবা ভুল: নাহিদ

Spread the love

অনলাইন ডেস্ক, জনতারকথা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক পথসভায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের বর্তমান সংকট সমাধানে উদ্যোগ না নিলে গণঅভ্যুত্থানের শক্তি আবারও সক্রিয় হবে। তিনি বলেন, ‘এত মানুষের জীবন যাওয়ার পরও যদি কেউ মনে করে দেশ পুরোনো ব্যবস্থায় ফিরে যাবে, তাহলে তারা ভুল করছে।’

আজ শনিবার (১২ জুলাই) সাতক্ষীরা আসিফ চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ১২তম দিনে এ মন্তব্য করেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘৫ আগস্ট আমরা জাতীয় সরকারের কথা বলেছিলাম, তারা সাড়া দেয়নি। দেশ সংস্কারে আমাদের দরজা খোলা আছে এখনো।’

নাহিদ আরও বলেন, ‘চাঁদাবাজদের ভয় পাওয়ার কারণ নেই। ছাত্র-জনতা হাসিনাকে ভয় পায়নি। ১৬ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়েছে। মানুষের অধিকার রক্ষায় আমাদের কাজ করতে হবে।’

শনিবার দুপুর ১ টায় খুলনা থেকে গাড়িবহর সাতক্ষীরা পৌঁছায়। এসময় কুমিরা বাজার এলাকায় তাদের বরণ করে নেওয়া হয়। পরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আমতলা থেকে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে আসিফ চত্বরে পথসভায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *