
অনলাইন ডেস্ক, জনতারকথা।
ইরান থেকে তৃতীয় ও শেষ দফায় সরকারি খরচে আরও ৩০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সোমবার (১৩ জুলাই) তেহরান থেকে মাশহাদ ও শারজাহ হয়ে তারা রওনা দিয়েছেন এবং আগামীকাল মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এটাই ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার শেষ পর্যায়ের অভিযান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইরান-ইসরায়েল সংঘাতের কারণে গত ১ জুলাই প্রথম দফায় তেহরান থেকে সরকারি খরচে দেশে ফেরানো হয় ২৮ বাংলাদেশিকে। পরে গত ৮ জুলাই আরও দুই দফায় ৩২ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়।