
বান্দরবান করেসপন্ডেন্ট।
বান্দরবানের চিম্বুক এলাকার রাংলাই চেয়ারম্যানপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়েসহ ৩ জন মারা গেছেন।
সোমবার (১৪ জুলাই) সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রেংথেন ম্রো এর মেয়ে তুমলে ম্রো (১৭) পারাও ম্রো এর স্ত্রী উরকান ম্রো (৭১) মেনরাও ম্রো এর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।
স্থানীয়রা জানান, বৃষ্টির সময় পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। ওখানের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তিনজন ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলেই ট্রান্সফরমারটি প্রায় সময়ে আগুন জ্বলে বিকট শব্দ হতো। বিষয়টি বিদ্যুৎ বিভাগে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম আমির বলেন, ওয়াইজংশন রাংলাই পাড়ায় বিদ্যুৎস্পর্শে হতাহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের লোকজনদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে তিনজন ম্রো নারী মারা গেছেন। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।