কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৮ জন

Spread the love

মিরপুর, কুষ্টিয়া করেসপন্ডেন্ট ।

কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের টানা অভিযানে নিয়মিত মামলার ৫ জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

থানা সূত্রে জানা গেছে, সোমবার ১৪ জুলাই, মিরপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মিরপুর থানায় দায়েরকৃত মামলা নং-১৯, তাং-১৩/০৭/২৫ ইং, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (ধারা ৭/৩০/৯(১)/৯(৪)(খ)) এর অধীনে দায়ের করা মামলায় ২ জন এবং মামলা নং-২০, তাং-১৪/০৭/২৫ ইং, পেনাল কোডের ৩৪২/৩৬৫/৩৮৭ ধারায় দায়েরকৃত মামলায় ৩ জন আসামিকে গ্রেফতার করে।

এছাড়াও চলমান ওয়ারেন্ট তামিল অভিযানে আরও ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। সবমিলিয়ে মোট ৮ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মিরপুর থানার পুলিশ কর্মকর্তারা জানান, জননিরাপত্তা বজায় রাখা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহায়তা ও তথ্য প্রদান পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও জানানো হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *