
নিউজ ডেস্ক, জনতারকথা।
সর্বজনীন পেনশন স্কিমসমূহ (প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা) এর নিবন্ধন ফি ও মাসিক কিস্তি সংগ্রহের লক্ষ্যে মেঘনা ব্যাংক পিএলসি এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী আহ্সান খলিল এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন খান।
এই চুক্তির ফলে প্রবাসী, বেসরকারি খাতের কর্মচারী, স্বকর্মে নিয়োজিত এবং নিম্ন-আয়ের জনগণের জন্য প্রণীত সর্বজনীন পেনশন স্কিমসমূহ – যথাক্রমে প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা – এর নিবন্ধন ফি ও মাসিক কিস্তি এখন মেঘনা ব্যাংকের সব শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট ও ‘মেঘনা-পে’ এর মাধ্যমে প্রদান করা যাবে।