চরমোনাই দরবারে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সৌজন্য সাক্ষাৎ

Spread the love

বরিশাল করেসপন্ডেন্ট।

দেশব্যাপী চলমান ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় প্রতিনিধি দল বর্তমানে বরিশাল বিভাগে সফর করছেন।

এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই ২০২৫) রাতে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐতিহাসিক চরমোনাই দরবার শরীফ পরিদর্শন করেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি রাত ৯টার দিকে চরমোনাই দরবার শরীফে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতারা। উপস্থিত ছিলেন দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করীম, এবং চরমোনাই মাদরাসার সিনিয়র শিক্ষকগণ।

চরমোনাই দরবার শরীফে এই শুভ আগমন উপলক্ষে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে শায়খে চরমোনাই এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্যের বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম ও মুফতি ফয়জুল করীম স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে রাজনৈতিক পরিপক্বতা ও শিষ্টাচার বজায় রেখে দেশের উন্নয়ন ও ঐক্যের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এনসিপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাকিব মাহাদী ও সাদিয়া ফারজানা দিনা

যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় সদস্য সানাউল্লাহ, হাছিব আর রহমান ও আলামিন টুটুল প্রমুখ।

এই সফরের মধ্য দিয়ে এনসিপির পক্ষ থেকে ধর্মীয় নেতৃত্বের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক রাজনৈতিক সৌহার্দ্য এবং ঐক্যবদ্ধ সামাজিক ভূমিকার একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *