সংবিধানে গণভোট যুক্ত করার পক্ষে জামায়াত: তাহের

Spread the love

নিউজ ডেস্ক, জনতারকথা, ঢাকা।

সংবিধানে গণভোট যুক্ত করার পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মত দিয়েছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (১৫ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মোহাম্মদ তাহের বলেন, সংবিধান সংশোধনের জন্য দুই-তৃতীয়াংশ মেজরিটি থাকতে হবে। একটি মাত্র দল বা সরকারি দল সংবিধান সংশোধন করে ফেলবে, এটা আমরা চাই না।

তিনি বলেন, কিছু সংখ্যক দল ছাড়া আমরা বেশিরভাগই দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত হয়েছি। পিআর পদ্ধতির ব্যাপারেও আমরা একমত হয়েছি।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে মেজরিটি দল তো পক্ষেই আছে। কোন এক জায়গাতে একটা সলিউশন দিতে হবে। কোনো একটি দল বা তিনটি দল না চাইলে পিআর পদ্ধতি নির্বাচন আটকে যাওয়াটা ইনজাস্টিস বা বৈষম্য হবে।

সংসদে নারী আসন ১০০ করার পক্ষে জামায়াত মত দিয়েছে বলে জানান জামায়াতের নায়েবে আমির।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *