গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট।

গোপালগঞ্জে মুখোশ পরে পুলিশের পিকাপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, সকালে নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশের একটি গাড়ি দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় টহল দিচ্ছিল। হঠাৎ ৪০ থেকে ৫০ জনের একটি দুর্বৃত্ত পুলিশের গাড়িকে লক্ষ্য করে হামলা ও পরে অগ্নিসংযোগ করে। এতে গাড়িতে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন।

এ সময় হামলাকারীরা পুলিশ সদস্যদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে পাশে টহলরত অন্য একটি পুলিশের গাড়ি ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা চালাচ্ছি অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য।’

এদিকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ (বুধবার) গোপালগঞ্জে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির নেতারা। এ নিয়ে জেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। তাদের পথসভাকে কেন্দ্রে করে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *