গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: সারজিস

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।

মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে- ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিয়েন না। আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি- খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে। এরপর নিজে সেফ জায়গায় চলে গেছে। কিন্তু আমাদেরকে, আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে। সুবিধা নিয়েছে গুটিকয়েক মানুষ, কিন্তু ভুক্তভোগী আমরা সবাই।

‘যে আমাদের কথা চিন্তা করেননি, তার কথা আমাদের চিন্তা করার সময় নাই। আমরা এতটা বলদ না যে- তার কথায় এখনও মানুষকে প্রতিপক্ষ বানাব, আপনাদের মুখোমুখি দাঁড়াব, জীবনটাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবো! আপনারা আপনাদের মত করে প্রোগ্রাম করেন। চিন্তার কোনো কারণ নাই।’
এরপর সারজিস আলম ওই পোস্টে আরও লেখেন, গোপালগঞ্জের পদযাত্রায় আমাদের কমিটমেন্ট:

আমরা সেই বাংলাদেশ গড়তে চাই- যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে, জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না‌। একইসঙ্গে গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরাই করব। গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।

এর আগে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির এই নেতা৷ ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে সমাবেশ করছে দলটি। তারই ধারাবাহিকাতায় বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ যাচ্ছেন দলটির নেতারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *