
নিউজ ডেস্ক, জনতারকথা।
জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে দেশে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মা মাগফেরাত কামনায় যোহর নামাজের পর দেশের সকল মসজিদে দোয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ যোহর বেলা দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সেদিন আবু সাঈদ পুলিশের গুলির সামনে দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন। তাকে গুলি করে পুলিশ। আবু সাঈদ হত্যা আন্দোলনকে তীব্রভাবে বেগবান করে। আন্দোলন এতই তীব্র হয়েছিল যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হন।