
আন্তর্জাতিক ডেস্ক।
সুদানের আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) বিরুদ্ধে শিশু ও গর্ভবতী নারীসহ অন্তত ৩০০ জনকে হত্যার অভিযোগ এনেছে দেশটির মানবাধিকার আইনজীবীদের একটি দল। উত্তর করদোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে তাদের হত্যা করা হয়।
সুদানের পশ্চিমাঞ্চলে দেশটির সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান ভয়াবহ সংঘর্ষের মধ্যেই গত সোমবার রাতে ইমার্জেন্সি ল ইয়ার্স নামের একটি সংগঠন এক বিবৃতিতে এই অভিযোগ করেছে।
২০২৩ সাল থেকে দুই পক্ষের মধ্যে গৃহযুদ্ধ চলছে। দেশের কেন্দ্র ও পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে সুদানের সেনাবাহিনী, আর আরএসএফ পশ্চিমাঞ্চলে, বিশেষ করে উত্তর করদোফান ও দারফুর অঞ্চলে নিজেদের প্রভাব জোরদার করতে চাইছে।
ইমার্জেন্সি ল ইয়ার্স জানিয়েছে, গত শনিবার বারা শহরের আশপাশের বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে আরএসএফ। শাগ আলনোম নামের একটি গ্রামে তাদের হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কেউ কেউ নিজেদের ঘরে পুড়ে মারা গেছেন, আবার কেউ গুলিতে নিহত হয়েছেন। এছাড়াও, আশপাশের গ্রামগুলোতে আরও ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং অনেককে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে।
পরদিন রোববার হিলাত হামিদ গ্রামে আরএসএফ আরেকটি হত্যাযজ্ঞ চালিয়েছে। সেখানে কমপক্ষে ৪৬ জনকে হত্যা করা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে গর্ভবতী নারী ও শিশুরাও ছিল বলে আইনজীবীদের ওই দল জানিয়েছে।