
আক্তারুল ইসলাম, মিরপুর, কুষ্টিয়া।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সহায়তায় চাউল, টিন ও নগদ অর্থের চেক বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের ব্যবস্থাপনায় এই সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় মিরপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পিআইও মাহফুজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অগ্নিকাণ্ডে বসতঘর হারানো পরিবারগুলোকে সহায়তা হিসেবে প্রতি পরিবারকে ১৪.৪০ কেজি শুকনা খাবার, একটি করে টিনের বান্ডিল এবং ৩,০০০ টাকার চেক প্রদান করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও মো. নাজমুল ইসলাম বলেন, “যেসব পরিবার সম্প্রতি অগ্নিকাণ্ড কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ঘুরে দাঁড়ানোর জন্যই সরকার এই সহায়তা প্রদান করছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে প্রশাসন।”
উল্লেখ্য, দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে সরকারি তহবিল থেকে এসব সহায়তা দেওয়া হয়, যা প্রান্তিক ও ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা পুনরায় সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।