কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনিতে তুহিন (২৯) নামে এক যুককের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সকালে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন নির্মাণাধীন পুলিশ প্লাজার নিচে তাকে গণপিটুনি দেওয়া হয়।

নিহত তুহিন ফেনীর দেওয়ানগঞ্জ এলাকার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। তিনি কুমিল্লা নগরীর গর্জনখোলা একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, বুধবার সকালে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন নির্মাণাধীন পুলিশ প্লাজার নিচে তুহিন নামে ওই যুবককে চোর সন্দেহে আটক করে পিটুনি দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে তুহিনকে থানায় নিয়ে আসা হয়। বিকেলের দিকে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেলে তার মৃত্যু হয়। রাত ১০টার দিকে হাসপাতালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল করা হয়।

ওসি মহিনুল ইসলাম বলেন, চোর সন্দেহে মারধর করায় ওই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *