সন্ত্রাসী গ্রেফতার না হলে আবারও লং মার্চ টু গোপালগঞ্জ: নাহিদ

Spread the love

অনলাইন ডেস্ক, জনতারকথা।

সন্ত্রাসী গ্রেফতার না হলে আবারও লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিচার আদায় না করে আমরা রাজপথ ছাড়বো না। এখনো সময় দিচ্ছি সন্ত্রাসীদের গ্রেফতার করুন। তা নাহলে আবারও লং মার্চ করবো গোপালগঞ্জে। সেবার কিন্তু আমরা ফিরে আসবো না। মুজিবাবাদ মুক্ত করে ফিরবো।

এনসিপির আহ্বায়ক বলেন, সবাই কালই গোপালগঞ্জ যেতে চেয়েছেন। খুব শিগগিরই আমরা গোপালগঞ্জ যাবো। গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ মুক্ত করবো। তবে সরকারকে বলবো গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্তা করবেন না।

তিনি আরও বলেন, ৬৪ জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরবো না। ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের জন্য জড়ো হবো। যা কিছু হয়ে যাক, পদযাত্রা থামবে না। মানুষের মুক্তির জন্য যে লড়াই সেটাতে জয়ী হয়েই ফিরবো।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *