গোপালগঞ্জে হামলার পেছনে দিল্লির ষড়যন্ত্র আছে: এনসিপি

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট,জনতারকথা, ঢাকা।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র ভারতের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধানকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে ভারত। পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আরিফুল ইসলাম। বলেন, ‘ষড়যন্ত্রের ধারাবাহিকতায় পরশু দিন গণ-অভ্যুত্থানের নেতাদের ওপর হত্যার উদ্দেশ্যে যে সশস্ত্র হামলা হয়েছে, আমরা মনে করি সেই হামলার পেছনেও প্রতিবেশী রাষ্ট্র দিল্লির ষড়যন্ত্র আছে।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর নৃশংস হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

বিক্ষোভ সমাবেশটির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এতে বিভিন্ন থানার নেতা–কর্মীরা অংশ নেন।

একটি পত্রিকার প্রতিবেদনের বরাত দিয়ে আরিফুল ইসলাম বলেন, ‘আজকে একটি পত্রিকায় রিপোর্ট এসেছে যে শেখ হাসিনার সরাসরি নির্দেশে গোপালগঞ্জে এ সশস্ত্র হামলা হয়েছে। শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে, তাকে ষড়যন্ত্র করতে দিয়ে প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশের প্রতি সম্মান না দেখিয়ে বরং নগ্ন হস্তক্ষেপের চেষ্টা করছে।’

গোপালগঞ্জের পরিস্থিতি ভারত পর্যবেক্ষণ করছে, দেশটির পররাষ্ট্রসচিবের এমন বক্তব্যের বিষয়ে আরিফুল ইসলাম বলেন, ‘আমরা বলব আপনারা পর্যবেক্ষণ কী করবেন, বরং সারা বাংলাদেশ থেকে যে সন্ত্রাসীদের জড়ো করা হয়েছে, যেসব আগ্নেয়াস্ত্র তাদের সরবরাহ করা হয়েছে, এর সঙ্গে আপনারা জড়িত কি না? এ জন্য সরকারের কাছে আহ্বান জানাব আরও গভীর তদন্ত করার জন্য।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *