
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা জাতীয় মহাসমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর রমনা পার্কের গেইটে ক্যাম্প করে এই ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সেলাইনের পানিসহ বিভিন্ন রকমের ওষুধ দেয়া হচ্ছে। মানুষ চিকিৎসা সেবা নেয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে।
মেডিকেল বুথে থাকা কর্মীরা জানান- অতিরিক্ত গরম পড়ছে। এ গরমে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসেছে। তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমরা এই ক্যাম্প করেছি। সাধারণত প্রাথমিক চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি। অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তারা।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট,পাঞ্জাবি পরে এসেছেন হাজারো নেতাকর্মী।