গোপালগঞ্জে কারফিউ শিথিল, ১৪৪ ধারা জারি

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট,জনতারকথা।

গোপালগঞ্জে কারফিউ শেষে জেলাব্যাপী শুরু হয়েছে ১৪৪ ধারা। ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ।

পরীক্ষার্থী, শিক্ষার্থী, জরুরি সেবা প্রতিষ্ঠান ও সরকারি অফিস আদালত ১৪৪ ধারার বাইরে রয়েছে। এ সময়ে জেলায় যেকোনো ধরনের সমাবেশ, মিছিল বা জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে কারফিউ জারি ছিল, যা রোববার (২০ জুলাই) ভোর ৬টায় শিথিল করা হয়। এরপর থেকেই ১৪৪ ধারা কার্যকর করা হয়। জেলা প্রশাসন জানায়, জননিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। এ পরিস্থিতিতে জারি করা হয় কারফিউ। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও একজন বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চারটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২ হাজার ৬৫০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় গত বুধবার থেকে শনিবার (১৯ জুলাই) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ভূত এ অবস্থায় জেলা প্রশাসন পরিস্থিতি বিবেচনায় মাঝে মাঝে বিরতি দিয়ে কারফিউ অব্যাহত রেখেছে। শনিবার রাত আটটা থেকে আজ রোববার সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বহাল ছিল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *